শীত এসেছে শীত এসেছে,
খোকা খুকি কই?
খেজুর রসের ভাঁড় নিয়ে,
বসে আছে সই।

আরও আছে নানান রকম,
পিঠা পুলি পায়েস,
একেক পিঠা একেক স্বাদে,
খেয়ে মিটে খায়েশ!

উনুন পাশে গরম পিঠা,
মায়ের হাতে বেশ,
খোকা খুকি যতই খায়,
কাটে না তার রেশ।

শীত তাড়াতে গায়ে জড়িয়ে
নানা রঙের পোশাক,
সব বয়সের নারী পুরুষ
লাগায় শুধু তাক!

শীতের কালে আগুন জ্বেলে
গায়ে লাগাই ওম,
লেপ কম্বল গায়ে জড়িয়ে
দেই আরামে ঘুম।

০৯ জানুয়ারী ২০২২ ||  সন্ধ্যা ৭.০০ টা।