সারা দিনে সূর্যের দেখা-
মিলে কালে ভদ্রে,
শীতে কাঁপায়, কুয়াশায় ভিজায় -
দেখা দেয়না রৌদ্রে।

এমন শীতে বাইরে যাওয়া -
অনেক কষ্ট ভাই,
আছি যারা চাকুরে, মজুর-
তবু বেরিয়ে যাই।

ঘন কুয়াশায় লাগে ধুঁয়াশা-
পথ চলা ভার,
ঠান্ডা ঠেকাতে সবারই গায়ে-
বাহারি পোশাকের সমাহার!

শীতের সকালে উনুনের পাশে-
আগুন পোহাতে মজা,
নানা রকমের পিঠা-পায়েস খেতে-
স্বাদে-গন্ধে লাগে তাজা।

যত বাড়ে হাড় কাঁপিয়ে-
উপভোগ্য তত শীত,
শিশু-বৃদ্ধের বাড়ে কষ্ট -
নড়ে শরীরের ভিত।

তবুও শীত আসুক সময়ে -
ঋতুর বৈচিত্র্য রাখতে,
শৈত্য প্রবাহের রুঢ় রূপ -
তবুও চাই দেখতে।

******************************

আগিউন উপ স্বাস্থ্য কেন্দ্র, সদর, মৌলভীবাজার ;
১৬ জানুয়ারী ২০২০; সকাল ১০.৪৫ টা।