কথা ছিলো, হাতে হাত রেখে, হাতে হাত ধরে,
চলবো দু'জনে, একসাথে, একই রেখার পরে।

স্বপ্ন ছিলো, মিলবো দু'জনে, মিলাবো দু'জনে-
বাঁধবো ঘর কুঞ্জ-কাননে, ভরা পাখির কূজনে!

হঠাৎ কী এমন হলো?
কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না;
তুমি সিটকে পড়লে লাইনচ্যুত হয়ে।

ধরতে চাইলাম,
এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলে,
একটা শকুনচোখা চিল অমনি তোমায় খেলো গিলে।
মনে হলো যেন তুমিও এমনই চেয়েছিলে!

সেই থেকে আমি ভাবলেশহীন,
সদা বাজে বিউগল, আমার হৃদয়-গহীন!

কিন্তু,
আমি তোমার হাতবদল নিয়ে ভাবি না,
ভাবি, কথা দিয়ে কথা না রাখার বিষয়টা!

আচ্ছা! বলতো,
একটা স্বপ্নকে চুরমার করে,
আরেকটা স্বপ্নের সারথি হওয়া কি সত্যিই এতো সহজ?
__________________________
২৩ নভেম্বর ২০২০, রাত ৮.১০ টা;
সাতবর্গ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।