শরৎকালে আকাশ জুড়ে
পেঁজা তুলো উড়ছে ওই,
কাশের বনে ফুল ফুটেছে
খোকা-খুকি গেলি কই?
ভোরের আলোয় দূর্বাঘাসে
মুক্তার মালা শোভা পায়
তাই না দেখে মনের মধ্যে
আনন্দেরা দোল যে খায়।
শিউলি তলে ফুল কুড়াতে
খোকা-খুকি যায় ছুটে
গন্ধে মাতাল শাল মহুয়ায়
মধু ভরা ফুল ফুটে।
নদীর ধারে কাশের বনে
মনটা ছুটে জোর করে
খেলার সাথী বন্ধু সখা
সঙ্গী হলে মন ভরে!
এমনি করে শরৎকালে
রূপে ভরা ঋতুর মাঝ,
মনের ছন্দে নাচ-আনন্দে
ঘুরি ফিরি অতুল সাজ।
১৬ অক্টোবর ২০২২ || রাত ৮.৪৫ টা।