হাতে সবাই কি মাখছি? স্যানিটাইজার না বিষ?
করোনাকালে এ বিষয়েও শুরু হলো ফিসফিস!
স্যানিটাইজারে কোনটা মিশে এলকোহল নামে?
ইথানল নাকি মিথানল? সবইতো কিনছি দামে!
জীবনু-সংক্রমণ প্রতিরোধে মাখছি কতো কী!
তার কতকটায় আছে নাকি স্বাস্থ্যহানির ঝুঁকি।
মিথানল ক্ষতিকর,স্বায়ূ,কিডনি ও চোখের জন্য;
দেখেশুনে কিনতে হবে তাই স্যানিটাইজার পন্য।
স্যানিটাইজারের লেভেলে আছে যা কিছু সাঁটা,
পরীক্ষা করেও মিলে না সেগুলোর সব কয়টা!
পাপিষ্ঠ সব মুনাফাখোরদের জালে বন্দী ক্রেতা,
জীবন বাঁচাতেই পুড়িয়ে চলছে জীবনের খাতা!
মিথানল কিংবা ইথানল সব-ই স্বাস্থ্য হানিকর;
বুঝে-শুনেই লোভী প্রতারক ভরছে তাসের ঘর!
স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা খুবই জরুরী,
স্বাস্থ্য সুরক্ষায় হোক না সেটা যতই উপকারী।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০৫ অক্টোবর ২০২০