(১)
ঋতুরা আসে
নানান রূপে রঙে
ধরার মাঝে।

(২)
গ্রীষ্মের ঝড়
তছনছ করে যে
স্বপ্নের ভীত।

(৩)
বর্ষায় ভাসে
জলাশয় উপচে
কাঁদায় শত!

(৪)
শরতে হাসে
নদীর তীরে কাশ
আকাশে মেঘ!

(৫)
হেমন্তকাল
নবান্ন উৎসবে
সরব গ্রাম।

(৬)
শীতের ভোর
লেপ-কাঁথা মুড়িয়ে
আরাম খোঁজে।

(৭)
বসন্ত বনে
নানা রঙের ফুল
নজর কাড়ে!
__________________________
০৮ আগস্ট ২০২১; সকাল ১১.৫৫ টা।