সকালে ফোটে ফুল, বিকালে যায় চুপসে;
ছোট্ট সুন্দর, মোহনীয় কোন ফুল বলো সে?

দক্ষিণ আমেরিকা হতে এসেছে এ প্রজাতি;
টাইম ফুল নামেই তার বাংলায় পরিচিতি।

কান্ড হয় গোল, মসৃণ, লালছে বা সাদাটে ;
পাতা হয় ছোট, চওড়া বা নলাকার লম্বাটে।

সকাল বেলায় ফোটে কিন্তু নানা রংয়ের এ ফুল ;
হলুদ, গোলাপি, বেগুনি, কমলা কিংবা হয় লাল।

গ্রীষ্ম, বর্ষা ও শরতে ফোটে, নিষ্ক্রিয় থাকে শীতে ;
গন্ধহীন পূর্তলিকা ফুল, আকর্ষণীয় খুব দেখতে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
২৬ মে ২০২০।