আমার বুকে মাথা গুঁজলে-
আমার সব শূন্যতা উবে যায়,
আমার সমস্ত উষ্ণতা হারায়।
তুমি আমার বুকে উষ্ণ প্রশ্বাস ছাড়লে-
আমার শূন্য বুকে পূর্ণতা আসে,
আমার হৃদয় যেন জোয়ারে ভাসে।
তুমি আমার বুকে নিশ্চিন্তে জড়ালে-
আমার প্রাণে নির্ভরতার আশে,
আমার স্বস্তির নিঃশ্বাস আসে।
তুমি আমার বুকে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়লে-
আমার জীবনের পূর্ণতা আসে,
আমার মুখটা উজ্জ্বলতায় হাসে।
___________
২৭ অক্টোবর ২০২০।