আকাশকে ছাদ বানিয়ে,
জ্বললে সূর্যবাতি;
তোমার সাথে আমার প্রেম,
চলবে দিবারাতি।

পূর্ণিমার চাঁদ উঠলে জ্বলে,
তারা মিটিমিটি ;
তোমার আমার প্রেম বাঁচবে-
বছর লক্ষকোটি !

কালো মেঘে ঢেকে আকাশ,
নামলে অন্ধকার ;
চাঁদ-সূর্য আড়ালে গেলে,
প্রেমের হাহাকার!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
২৭ জুলাই ২০২০; রাত ১১.০৫ টা।