(১)
দু'জোড়া চোখ
সরলরেখা ধরে
প্রেমের শুরু।

(২)
রাখীবন্ধন
কালের খেয়া চড়ে
স্বপ্নেরা ঘুরে।

(৩)
দু'জনা মিলে
একই কক্ষপথে
খুঁজে আশ্রয়।

(৪)
বিশ্বাস বুকে
প্রাণ খুলে আসমানে
তাকিয়ে রয়।

(৫)
দ্বিধা যখন
আঁকড়ে ধরে মন
ভাঙ্গে তখন।

(৬)
তবুও নদী
অশ্রুসজল চোখ
বাঁধন ছিড়ে।

(৭)
ভালোবাসায়
হাসি আর কান্নায়
প্রেমের সুধা।
_______________________
২৭ মে ২০২১; রাত ১.৩৫ টা।