পান্নার খোঁজে
°°°°°°°°°°°°°°°°
আমি আজ পান্নার কথা বলবো।
সুদীর্ঘ তিন যুগ পরেও যাকে খুঁজছি আমি !
কী! থমকে গেলেন?

না, পান্না কোনো মূল্যবান পাথর নয়;
কিংবা জোতিষ শাস্ত্রের গাঢ় সবুজ রত্নও নয়,
কিংবা সৌরজগতের বুধগ্রহের প্রতিনিধিত্বকারী নবরত্নও নয়!
তাহলে কী বা কে সেই পান্না?

তাহলে বলছি শুনুন -
পান্না ছিলো আমারই সহপাঠী, আমাদেরই বন্ধু।
কতটা মিষ্টি চেহারার হলে-
তিন যুগ পরেও তাকে ঘিরে আনমনে স্মৃতির জাবর কাটছি, তা আর বলার অপেক্ষা রাখে না।

ব্যাংকার পিতার চাকুরির সুবাদে, যে কিছুদিন নিভৃত গাঁয়ের পাঠশালাতে আমরা একসাথে পড়েছি, তা কেন আমাকে স্মৃতিকাতর করে তুলছে?
হাসিমাখা মায়াবী মুখচ্ছবি কেন ভেসে উঠে বারবার?
অতটুকুন বয়সে তার কাজল-কালো চোখ,  মায়ায় ভরা চাহনি, দিঘল-কালো চুল আজও কেন দৃষ্টিকে ঝাপসা করে তোলে?
তবে কী সেই ছোট্ট বয়সে যাকে বন্ধু হিসাবে পেয়েছিলাম, সে শুধু বন্ধুই নয় আরো বেশি কিছু হিসাবেই হৃদয় মাঝে আসন গেড়েছিল?

পান্নার বাবার বদলিজনিত কারণে,  সেই ছোটো বেলায় তাকে হারিয়েছি।
আজও তার কোনো খোঁজ পাইনি।
কোথায় আছে?  কেমন আছে? বেঁচে আছে তো?
যদি বেঁচে থাকে, তাহলে তার কী মনে পড়ে আমাদের কথা, আমার কথা?
নাকি সবই ভুলে গেছে?
ঐ যে আমরা ক্লাসে একসাথে বসতাম, স্কুল মাঠে একসাথে খেলতাম, দৌড়াতাম, গল্প করতাম!

বাসা নিকটবর্তী হওয়ায় মাঝে মাঝে বেড়াতে যেতাম,
ওর আসতে দেরী হলে খুঁজতে যেতাম।
আরেকটা কারণ ছিলো,  ওর ছোটো ভাইয়ের একটা খেলনা রিকশা ছিলো। বাসায় গেলে সেটাও  চড়া যেতো। শৈশব বলে কথা!

ওর মায়ের আদর কী সহজে ভোলা যায়?
এতোটাকাল পরেও কেন তবে পান্নাকে খুঁজছি?
পান্না কী তবে পাথরের মতো অবচেতন মনে মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে বসেছে?
আমি কি এ জগতে আবারও সেই তিন যুগ আগের পান্নাকে খুঁজে পাবো?

বয়সের নূজ্ব্যতায়,  আয়ূরেখা যখন সীমান্তের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে, তখন পান্নার সাথে যদি দেখাও হয়ে যায়, তখন আমরা কি পরস্পরকে চিনতে পারবো?
পান্নার কি সেই নিষ্পাপ বদনটা,  সুস্মিতা রূপটা, পরিপাটি কেশগুলো আগের মতোই দেখতে পাবো?
যদি না পাই কিংবা না দেখি তেমন,
তাহলে কেমন লাগবে তখন?

তবে কি পান্নাকে খোঁজার চেষ্টা, দেখার ইচ্ছে , সবই চিন্তার জগত থেকে দূরে ঠেলে দিবো?

তিন যুগ আগের মতো পান্নাকে পাওয়ার স্বপ্নটা নিতান্তই বাতুলতা মাত্র!
তবে, যে পান্না আজ স্মৃতিগহ্বরে ঝড় তুললো,
যে আমার শৈশবের খেলার সাথী,
যে আমার নিষ্পাপ জীবনের বন্ধু, 
সে না হয় তার মতোই ভালো থাকুক, 
সুখে থাকুক,  প্রাণোচ্ছ্বল থাকুক আজীবন।।

আমি তবে হাল ছেড়ে দিয়ে বুকের পাঁজরে পাথর চাপা দিয়ে কাটাবো সারটা জীবন।
রোমন্থনে আওড়াবো, পান্না আমার বন্ধু ছিলো!!
____________
১৩ মার্চ ২০২১;
রাত ৮.৫৫ টা