করোনাকালে মানুষগুলো ছুটে না আগের মতো;
যান্ত্রিক জীবন থমকে গিয়ে, বেঁচে থাকাটাই ব্রত।

কেউবা যেমন বাসায় বসেই, নিচ্ছে বেতন-ভাতা;
কেউবা আবার ঝুঁকি নিয়ে, টানছে হাজিরাখাতা।

কেউবা শিকার বৈষম্যের, কেউবা আছে আরামে;
সবার হিসাবই পাল্টে গেছে, এ করোনা ব্যারামে!

আয়-রোজগার কমেছে সবার, দুঃশ্চিন্তা বাড়ছে;
আগামী দিন চলবে কেমনে, সে ছকটা আঁকছে।

শিক্ষার্থীদের শিক্ষা জীবন, বন্দী ঘরের কোণে;
উপায় খুঁজতে হচ্ছে নাকাল, শিক্ষক-মহাজনে!

মানবতার নানান নজির মিলেছে করোনাকালে;
উল্টো পথের পথিকও কিন্তু ধরা দূর্নীতির জালে!

কেউ যখন লড়ছে শুধু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে;
মুনাফাখোর কীটরা তখন হাঁটছে সুযোগ সন্ধানে।

করোনাকালে দেখা হলো, মানুষ কতটা অসহায়;
সৃষ্টিকর্তার রহস্য ভেদে, আমরা সবাই নিরুপায়।

জীবন-জীবিকার সমন্বয়ে, পাল্টেছে কেউ পেশা;
চাকরিচ্যুত কেউবা আবার পাচ্ছেনা কোন দিশা।

কোয়ারান্টাইন বা আইসোলেশনে কাটিয়ে সময়;
লকডাউনও মেনেছে কেউ, করতে করোনা জয়।

সুযোগ পেয়ে কেউবা লিখছে গল্প-কবিতা-ছড়া;
করোনাকাল পাল্টে দিয়েছে, সবার জীবনধারা।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°