এ জগত সংসারে -
আছে কী কেউ নিরপেক্ষ?
চিন্তায়,
চেতনায়,
কিংবা মতাদর্শে?
আমি অন্তত নিশ্চিত, কেউই নিরপেক্ষ নয়।

সত্যকে আঁকড়ে ধরলে, মিথ্যা প্রতিপক্ষ হয়।
আবার,
মিথ্যাকে লালন করলে, সত্য বিরুদ্ধে দাঁড়ায়।

তবুও আমরা নিরপেক্ষ সাজি।
কিন্তু এ কী সম্ভব?

আমি বলি পক্ষপাতদুষ্ট হও,
সত্যের পক্ষে আওয়াজ তোল ।
কারণ,
সত্য সমাগত আর মিথ্যা অপসৃত।
সত্যের বিজয় অবধারিত ।
_________________________
২৯ আগস্ট ২০২১; রাত ১২.৫০ টা।