(১)
অনেক উঁচু
ঠাঁই দাঁড়িয়ে রয়
নীচে বন্ধুর!
(২)
আকাশ ছোঁয়া
পাহাড়ের ঐ চুড়া
চড়িতে শখ!
(৩)
পাহাড় সারি
গড়ে তোলা বেষ্টনী
ডিঙাতে হবে।
(৪)
পাহাড়সম
বাধার মুখোমুখি
দেখে দৃঢ়তা।
(৫)
চুড়ায় উঠে
পাদদেশে তাকিয়ে
পাহাড়ি খাঁজ!
(৬)
পাহাড়ি জন
জুমে কাটায় বেলা
ফসল ফলে।
(৭)
অভয়ারণ্য
পাহাড় ঘিরে গড়া
বাঁচায় প্রাণ!
__________________________
০৮ আগস্ট ২০২১; সকাল ১১.০৫ টা।