ঠিক মধ্যরাতে পৃথিবীর ছাদের তলে দাঁড়িয়ে একা,
দিনের নীলাকাশকে নিকষ কালোয় পাই যে দেখা।
উপরে চাঁদের বুড়ী,
নিচে কে যে খুঁজছে নুড়ি?
অগুনিত তারকার মাঝে খুঁজে ফিরি তারে,
যায় কি দেখা মানুষের ভীড়ে হারিয়েছি যারে!


ঠিক মধ্যদুপুরে পৃথিবীর ছাতার নিচে দাঁড়িয়ে একা,
রাতের অন্ধকার শেষে দেখি আকাশের দিগন্ত রেখা।
উপরে তেজস্বী সূর্য,
নিচে বাজে না রণতূর্য!
অজস্র মানুষের কর্মচাঞ্চল্যে খুঁজে ফিরি তারে,
মায়ালোক ছেড়ে ধরনী বিদায় জানিয়েছে যারে!
_________________________
২০ নভেম্বর ২০২১, দুপুর ১.৫০ টা।