পৃথিবীর ব্যামো সেরে যাবে নিশ্চয়ই একদিন,
থাকবে না কুয়াশা, কেটে যাবে আঁধার, দুর্দিন।
হয়তো সেদিন থাকবো না তুমি কিংবা আমি!
চেনা পৃথিবীর অচেনা রূপ জানে অন্তর্যামী!

২৮ আগস্ট ২০২১ || রাত ১১.৩৫ টা।