লোকে বলে-
অল্প শোকে কাতর
আর,
অতি শোকে পাথর!

তুমিই বল, কোনটা হবে?
কাতর নাকি পাথর?

তবে আমি কিন্তু-
পাহাড়ের যৌবনদীপ্ত ঝর্ণাধারার অপেক্ষায়,
কারণ,
আমি পাথুরে জলস্নানেই সজীব হতে চাই!
_____________
০২ জুন ২০২১;
দুপুর ২.৩০ টা।