°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এসেছে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস -
পশু-পাখির দেহে করতো বাস।
চীনে গেড়েছে নতুন আবাস-
এখন বিশ্বময় ছড়াচ্ছে সর্বনাশ!

আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি,
স্পর্শেও যেতে পারেন ফাঁসি!
পশু-পাখি ছোঁয়াও নয় নিরাপদ,
ছড়াতে পারে করোনা আপদ!

সংক্রমিত দেশে করিলে ভ্রমণ,
স্বদেশে ভাইরাসের ঘটে আগমন!

দেশে ফেরার চৌদ্দ দিনে-
জ্বর, গলাব্যথা, কাশির লক্ষণে;
শ্বাসকষ্ট, মাথাব্যথা কিংবা অজ্ঞান-
সম্ভাবনা বাড়ায় করোনা সংক্রমণ!


করোনাভাইরাস প্রতিকারে নাই ভ্যাকসিন,
হাতধোয়াতেই শুধু জোর দিন।
হাঁচি, কাশিতে মুখটি ঢাকুন,
বহির্গমনে মাস্ক ব্যবহার করুন।

বন্যপ্রাণী, গৃহপশু স্পর্শ করতে-
যাবেনা কখনো খালি হাতে।
ডিম-মাংস খাবে তাপে সিদ্ধ,
রুগ্ন-মরা প্রাণী খাওয়া নিষিদ্ধ!

আক্রান্ত ব্যক্তির শুশ্রূষা শেষে-
হাত ধুতে হবে ঘষে ;
রান্নার আগে, আহারের আগে-পরে;
ধুইলে হাত করোনাভাইরাস দূরে!

করোনা থেকে পেতে সুরক্ষা-
হাতধোয়ার অভ্যাসে নাও দীক্ষা।
করোনার কোন প্রতিষেধক নাই,
বারংবার হাতধোয়াই প্রতিরোধের উপায়।

ওরে! বিধ্বংসী নোভেল করোনাভাইরাস,
আর করিসনা মানুষের সর্বনাশ!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চাঁদনী ঘাট, মৌলভীবাজার ;
০৪ ফেব্রুয়ারি ২০২০