স্টেশনে দাঁড়িয়ে আমি দৃষ্টি ঘুরাই,
দু’চোখ যেদিকে যায়,
ডানে-বামে শুধুই দেখি -
রেললাইনের সমান্তরালে বয়ে যাওয়া!
কোথাও মিলেনা তারা,
শুধুই সামনে চলে, টেনে নিয়ে যায় -
সর্পিল গতিতে ছুটে চলা রেলগাড়িটা।
আর,
যদিওবা কখনো কোথাও মিলে,
সেখানেই শুরু হয় আরেকটা নতুন গতিপথ।
ঠিক তেমনই চলছে তোমার আর আমার জীবন পথ!
তাইতো আমি জীবনের স্টেশনে দাঁড়িয়ে ভাবছি -
কখনও কী মিলন হবে ক্ষণিকের তরে?
যেখান থেকে শুরু হবে ভাবনার নতুন কক্ষপথ!!
_______________
০৩ জুন ২০২১; রাত ৮.২০ টা।