ব্যাগে থাকে রিভলবার আর বালিশ তলায় পিস্তল!
কার আছে এমন হিম্মত? তাকে নিয়ে করবে ট্রল!

ডাকলেই নামবে পিছে গুন্ডা-পান্ডা, ছাত্র-যুবার ঢল!
তার চেয়ে বড়ো পরিচয় ক্ষমতায় আছে তার দল!

সচিব, মন্ত্রী, রাজনীতিবিদ করেন সবাই আদর!
সেই ইতিহাস জেনেও কেন লাগে পিছনে বাঁদর?

কেউ যদি লাগে তার সাথে, হারাবে তবে দু'কুল,
মিষ্টি মধুর সম্পর্কে বিশ্বাসী নয়তো অহি-নকুল।

ক্লাসে তিনি গুণী (!) শিক্ষক, গালাগালিতেও গুরু,
বকতে পারেন এক নাগাড়ে, বুক কাঁপেনা দুরুদুরু!

ভালো করেই জানেন তিনি, কতটা লম্বা তার হাত,
কেউ যদি তারে অযথা ঘাঁটান, উদ্ধার করেন জাত!

ক্ষমতা তার শক্তপোক্ত, চ্যানেলটাও অনেক বড়ো,
খোঁচাখুঁচি করলে কেউ, সে-ই হবে উল্টো জড়সড়!

ছেড়ে কথা বলেন না, নিজেরটাতে ষোলোআনা,
কেউ যদি বাধ সাধে, মারেন ছোবল, দেন যে হানা!

যে চেয়ারে বসেন তিনি, চড়া দামে কিনেছেন তা,
কে আছে আবার নিবে কেড়ে? বারেক ফিরে চা!

কেউবা যদি লাগে পিছে, ছাড়ের ভাবনা পুরো মিছে,
দেশছাড়াও করতে পারেন,হাড্ডিগুড্ডি ভেঙে পিষে!

এমন গুণী শিক্ষাগুরু দেখেছে কী কেউ কোনোদিন?
নষ্টদের আগ্রাসন স্বার্থক তবে নাচুক সে তা ধিনধিন!
___________________
০৬ আগস্ট ২০২১; রাত ০১.০০ টা।