(১)
নদীর জলে
মৎস্যকুল বাঁচে
অভয়াশ্রমে।
(২)
নদীতে স্নান
জুড়ায় তনু-প্রাণ
তীব্র গরমে।
(৩)
নদীরা মিশে
সাগর নোনাজলে
ভাঙ্গে দু'কূল।
(৪)
কত গভীরে
নদীতে ডুব দিলে
সুখটি মিলে?
(৫)
নদীরা ভাঙ্গে
সোনার সংসার
পথে বসতি।
(৬)
শুধু কী ভাঙ্গে?
কত চর জাগিয়ে
স্বপ্ন দেখায়।
(৭)
নদীর পাড়ে
দাঁড়ালে নিরালায়
গল্পেরা ভাসে।
____________
২৪ মে ২০২১;
সকাল ৭.৪৫ টা।