নির্ঘুম জোছনা রাতে খুলে বাতায়ন,
রূপ-সূধায় অবগাহি খুলে দু'নয়ন।
রূপালী চাঁদের তরে ধরা আলোকিত,
শূন্যতা সব চূর্ণ হয়ে মন যে পুলকিত।
শিয়াল হাঁকে বনে, হুতোম ঘরের চালে,
পাখির কিচির মিচির বন্ধ গাছের ডালে।
ঝোঁপঝাড়ে জোনাকি ছড়ায় মৃদু আলো,
জোছনারাতে মুগ্ধতা ঘুচে মনের কালো।
রাত ১১.৫০টা || ২৪/১১/২০১৮ || বড়লেখা।