সব কিছু জানতে নেই,
সব কথা বলতে নেই,
সবজান্তা সাজতে নেই,
সব জায়গায় বসতে নেই।
সবাইকে ঘাঁটতে নেই,
সব দাওয়াতে যেতে নেই,
সবসময় হাসতে নেই,
সব উত্তর দিতে নেই।
সব খাবার খেতে নেই,
সব বারণ মানতে নেই।
প্রসঙ্গ পাল্টাতে নেই,
হারিয়ে গেলে প্রশ্নোত্তরের খেই!!!!