মজলুম জনতার পাশে দাঁড়াতে,
অন্যায় অত্যাচার রুখে দিতে
এলো এক মহামানব এ ভবেতে,
তিনি তো আর কেউ নয়, মুহাম্মদ রাসূল (সাঃ)।।
দুঃখীর মুখে হাসি ফোটাতে,
অনাহারীর মুখে অন্ন দিতে,
এলো এক দরদী এ ভবেতে,
তিনি তো আর কেউ নয়, মুহাম্মদ রাসূল (সাঃ)।।
ইসলামের আলো ধরায় ছড়াতে
জালিমের মসনদ কাঁপিয়ে দিতে
এলো এক দৃঢ়চেতা এ ভবেতে,
তিনি তো আর কেউ নয়, মুহাম্মদ রাসূল (সাঃ)।।
পৃথিবীর অমানিশা দূরে ঠেলতে,
পথহারা মানুষকে দিশা দিতে,
এলো এক প্রদর্শক এ জগতে,
তিনি তো আর কেউ নয়, মুহাম্মদ রাসূল (সাঃ)।।
জাহেলিয়াতের যুগ মুছে ফেলতে,
মানবতার মুক্তির বার্তা দিতে,
এলো এক আলোক শিখা এ জগতে,
তিনি তো আর কেউ নয়, মুহাম্মদ রাসূল (সাঃ)।।
__________________________
১৫ অক্টোবর ২০২১; সকাল ১০.৫০ টা।