(২৬ নভেম্বর আমার মায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বছর ঘুরে ক্যালেন্ডারে ২৬ নভেম্বর এলে,
তোমার জন্য মাগো! বুকের ভিতর জ্বলে।
কতো বছর পাইনা গো, তোমার দেখা মা,
কতো গল্প হয়ে গেছে, মনের মাঝে জমা।
ইচ্ছে জাগে গল্প করি, কোলে রেখে মাথা,
তুমি ছাড়া আর কে আছে, শুনবে গল্প-কথা?
এ ভবেতে তোমার মতো আর তো কেউ নেই,
সে কথাটা ভাবতে গিয়ে হারিয়ে ফেলি খেই।
চলার পথে তোমার কথা যখন মনে পড়ে,
জগৎ-সংসার, ভালোলাগা হয় যে নড়বড়ে।
রোগে-শোকে, দুঃখ-কষ্টে খুঁজি মায়ের ছায়া,
মায়ের মতো এ জগতে করে না কেউ মায়া।
মায়ের হাতের কোমলতা, পাইনা খুঁজে আর;
মাতৃহীন এ দুনিয়া ভাবতেই নামে আঁধার!
নামাজান্তে খোদার রাহে করি দোয়া-খায়ের,
রোজ-হাশরে পাই যেন দেখা জান্নাতি মায়ের।
__________///
২৬ নভেম্বর ২০২০;
সন্ধ্যা ৬.৪০ টা।