করোনা ঠেকাতে যদি কেউ, পরতে চান মাস্ক ;
তার আগে জেনে নিবেন, কতটা সারাবে টাস্ক?

যেনতেন মাস্ক পরে, ভাইরাস ঠেকানো দায়;
অযথাই করোনাকে নিয়ে, ভয় যেন না পাই!

মাস্ক পরেও আমরা সবাই, পাচ্ছি যত ভয়;
তার চেয়ে ঢের বেশি কেন সৃষ্টিকর্তাকে নয়?

গণহারে মাস্ক ব্যবহারের কতটুকু প্রয়োজন?
সে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছে সংযোজন।

তারাই পরবে মাস্ক, অসুস্থ আর সেবক যারা;
ঝুঁকিতে থাকলে নিষেধ নয়, পরলে বাকীরা।

অকারণে মাস্ক কিনার, হিড়িক পড়ে যায় যখন;
মুনাফাখোরদের মূল্যবৃদ্ধির বাতিকে পায় তখন!

মাস্ক যাদের পরতে হবে, সঠিকভাবেই পরুন;
ভুল নিয়মে মাস্ক ব্যবহারের, পরিণতি করুণ!

কোন মাস্কটি উপযোগী,  সঠিকভাবে জানুন;
খামখেয়ালিটা দূরে ঠেলে মাস্ক পরাটা মানুন।

মাস্ক শুধু মুখোশ নয়তো, আছে অনেক কাজ;
ছদ্মবেশী মুখোশধারীদের, মুখে লাগাম সাজ!

সঠিক মাস্কই বাঁচাবে জীবন, কমাবে সংক্রমণ ;
কিংবা ঠেকিয়ে দিতে পারে করোনার আক্রমণ!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
৩১ মার্চ ২০২০; রাত ১১.৩০ টা।