গভীর রাতে চাঁদের আলোয় - মুগ্ধ হয়ে রই,
পাড়া-পড়শী ঘুমিয়ে আছে, মেঘ-বালিকা কই?

বিছানা ছেড়ে দিয়ে - বসে বাতায়নে,
আনমনে অবগাহি - খোলা  দু' নয়নে।

দক্ষিণা সমীরণে - জুড়ায় যেন প্রাণ,
ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে - জেগে থাকে কান।

মাঝরাতে চাঁদের আলোয়,  মুগ্ধ মন-প্রাণ,
মেঘহীন আকাশপানে - চোখের আলিঙ্গন!

নিঃশব্দে নিশাচর উড়ছে আকাশে,
আমি তাই কান পাতি বসে বাতাসে।

চাঁদের বুড়ী ডাকছে যেন হাতের ইশারায়,
ঘুমিয়ে যেন পড়ি নাকো মনের অজানায়!

পূর্ণিমার ভরা চাঁদে, জ্বলজ্বল ধরা!
অবগাহন করি তাই, মন-প্রাণ ভরা।

******************************
বড়লেখা, মৌলভীবাজার ;
১৪ অক্টোবর ২০১৯;
রাত ১.৫৫ টা।