(১)
বাবা বলেন
মায়ের পদতলে
আমার স্বর্গ।

(২)
মায়ের প্রতি
থাকলে ভালোবাসা
পুরাবে আশা।

(৩)
বাবাকে যদি
করে কেউ সম্মান
আটকায় না।

(৪)
মা-বাবা মিলে
সংসারের হাল
রাখে ধরিয়া।

(৫)
বাবা-ই যদি
হয় কারো আদর্শ
প্রতিচ্ছবিতে।

(৬)
মায়ের তৃপ্তি
সুন্দর ব্যবহারে
কথায়-কাজে।

(৭)
মা-বাবার গর্ব
সন্তান হলে বড়ো
নিজের গুণে।
_______________________
২৪ মে ২০২১; সকাল ৭.২০ টা।