ইশারা এক আল্লাহর, ব্যাপারটা কী চমৎকার!  
একটি ভাইরাস মিইয়ে দিচ্ছে সবার অহংকার!

উহান থেকে যাত্রা শুরু, ছুটছে দুর্নিবার-
বিশ্বজুড়ে দাপট এখন, কত ক্ষমতা তার!

শাসক-শোষক কাঁদছে সবাই, কাঁদছে প্রজারা;
দুনিয়া জোড়া ক্ষমতাধর! কোথায় এখন তারা?

সচল শহর অচল এখন, বন্ধ নগর-চাকা;
ব্যস্ত বন্দর জনশূন্য, অনেকটাই ফাঁকা!

অফিস-আদালত সবই ছুটি, বন্ধ শিক্ষালয়,
জন-যানশূন্য রাজপথ যেন, খাঁ খাঁ মরুময়।

গাড়ির চাকা বন্ধ আজি, কল-কারখানাও ফাঁকা;
অর্থনীতি থমকে গেছে, স্থবির জীবন চাকা!

আকাশ, নৌ আর রেলযান, সবই এখন বন্ধ;
শশ্মানসম স্টেশন যেন অবরুদ্ধ, নেই তবু দ্বন্ধ!

শব্দ কিংবা বায়ু দূষণ, সব দূষণই গেছে কমে -
কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে উহান থেকে রোমে!

জরুরী কাজে বের হতে ভয়, গৃহবন্দী সব মানুষ,
অপ্রয়োজনে বেরুলে দন্ড, ঝুঁকিতে জীবন ফানুস!

হরতাল নেই, ধর্মঘট নেই, তবুও সব স্থির;
বিশ্ব সংসার দাপিয়ে বেড়াচ্ছে কোভিড-১৯ বীর।

ধনী-গরীব, রাজা-উজীর, একই ভয়ে কাত;
নোভেল করোনা একাই হেনেছে প্রচন্ড আঘাত!

করোনা রোধে ব্যর্থ সব কৌশল, বাড়ছে বলিদান;
লকডাউনেই খুঁজছে সবাই প্রতিরোধের সমাধান।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
২৯ মার্চ ২০২০; রাত ৩.১০ টা।