বাজারে গিয়ে কষ্টটাকে বিক্রি করতে চাইলাম,
নিলামে তুলে, কতো ঢাক-ঢোল পিটানো হলো;
কিন্তু!
কেউ কিনতে চাইলো না কষ্টটাকে-
কিনবেইবা কেনো?
কারোরইতো কষ্টের অভাব নেই!
হাজারো কষ্টের মাঝে বেঁচে আছে সবাই।
একেকজনের কষ্ট একেক ধরনের, নানা রঙের!
নিজের কষ্ট বয়ে বেড়াতেই সবাই যখন হাঁপাচ্ছে-
তখন নতুন করে আবার কষ্ট কিনবে কেনো?
এমন দুঃসময়ে কে কার কষ্ট বহন করবে?
কারো আছে কষ্টের নদী, কারো কষ্টের সাগর;
কারো কষ্ট পাহাড় প্রমাণ, কারো আকাশ সমান।
কারো কষ্টের রংটা নীল, কারো কষ্ট লাল;
হলুদ-সবুজ নানা কষ্ট, ধরাতে পেতেছে জাল!
কারো আছে দেহের কষ্ট, কারো আছে মনের -
কেউবা আছে সব হারিয়ে, নষ্ট হওয়ার কষ্টে!
কেউ ভুগছে ক্ষুধার কষ্টে, বন্দী ঋণের জালে;
হরেক রকম কষ্ট নিয়ে লড়ছে অধুনাকালে!
প্রতিনিয়ত কষ্টের সাথে লড়ছে সকলে;
জীবন যুদ্ধে পুড়ছে যেন কষ্টের অনলে।
সবাই যখন কষ্ট বয়ে চালাচ্ছে জীবন তরী;
কে আবার কিনবে এসে আমার কষ্টের ফেরি?
তবুও -
বাজারের এমাথা থেকে ওমাথা, বটতলা হতে ঝাউতলা, অলিতে-গলিতে গলা ছেড়ে-
চিৎকার করে বললাম,"কষ্ট কিনবেন? কষ্ট!"
"এ কষ্ট কিনলে কিন্তু হবে না কেউ রুষ্ট! "
"আমার কষ্টটাকে কিনবেন নাকি কেউ?"
"এ কষ্ট বিক্রি হলেই আসবে সুখের ঢেউ! "
যতই হাঁক ডেকেছি, ততই মানুষ দূরে সরেছে;
একসময় মনে হলো সবাই পালিয়ে গেছে-
কিংবা সবাই সওদা শেষে বাড়ি ফিরেছে।
কষ্টের ঝাঁপি মাথায় আমার, একলাই সারথি-
কোথাও যেন কেউ নেই, হবে সমব্যথী!
অবশেষে-
যে কষ্টকে মাথায় নিয়ে গিয়েছি বাজারে -
তাকেই আবার আগলে ধরেছি বুকের পাঁজরে।
কষ্টটাকে পুষেই এখন সুখের নহর খুঁজি;
জগৎ জুড়ে সবাই এখন কষ্টে আছে, বুঝি!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°