আকাশের বিশালতা দেখবো বলে,
আমি দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে।
সাগরের গভিরতা মাপবো বলে,
আমি দাঁড়িয়েছি সাগরের বালুকাবেলায়।
দিগন্তের অসীমতা খুঁজবো বলে,
আমি দাঁড়িয়েছি দিগন্তের কিনারে।
অরণ্যের গহীনতা সন্ধান করবো বলে,
আমি দাঁড়িয়েছি গভীর অরণ্যে।
নদীর প্রবহমানতা অবলোকন করবো বলে,
আমি দাঁড়িয়েছি স্রোতস্বীনি নদীর কূলে।
মরুভূমির তপ্ততা অনুভব করবো বলে,
আমি দাঁড়িয়েছি খাঁ খাঁ মরুভূমির মাঝে।
কিন্তু,
আজ অবধি -
দেখা হয়নি আকাশের বিশালতা-
তুমি পাশে নেই বলে!
মাপা হয়নি সাগরের গভিরতা -
তুমি চাওনি বলে!
খুঁজে পাইনি দিগন্তের অসীমতা-
তুমিও দেখনি বলে!
সন্ধান পাইনি অরণ্যের গহীনতা-
তুমি সঙ্গ দাওনি বলে!
অবলোকন করা হয়নি নদীর প্রবহমানতা-
তুমি নিশ্চল বলে!
শুধুই -
অনুভব করেছি মরুভূমির তপ্ততা-
তুমিহীনা ধূ ধূ মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে!
_________________________
বড়লেখা, ০৬/১২/২০১৮, দুপুর ১২.০৫ টা।