মনের পশু না তাড়িয়ে
কুরবানি দিলে তাই,
কুরবানিটা কতটুকু
সহি হবে জানো ভাই?

কুরবানি নয় তো শুধু
পশু জবাই, গোশত খাই,
মনের ঘরে লুকিয়ে থাকা
পশুবৃত্তির বিসর্জন চাই।

কুরবানি খোদার রাহে
লোক দেখানো নয়,
বিসর্জন সঠিক হলে
হিসাবে নেই তো ভয়।

গরীব দুঃখী প্রতিবেশী
সবার আছে হক,
কুরবানির পশুর গোসত
স্বজনেও কিছু পাক।

ত্যাগের মহিমায় জ্বলুক
মুমিনের অন্তঃস্থল,
আখেরে মিলুক মুক্তি
না ঘটুক পদস্খল!

রামেশ্বর পুর || ০৯ জুলাই ২০২২ || সকাল ১১.৫০ টা।