আমাদের দেশে আছে বড় এক ফল
খেতে খুব মজাদার,বাড়ায় দেহে বল
কাঁঠাল গ্রীষ্মের ফল।
সব দেশে জন্মায় না এ ধরনের ফল
পাকা ফলের ঘ্রাণ, জিভে আনে জল
কাঁঠাল জাতীয় ফল।
রসালো কোয়া আর বৃহদাকার বীজ
না খেলে বুঝবে না এটা কোন চিজ!
কাঁঠাল বৃহত্তম ফল।
________________
৩০ মে ২০২১; দুপুর ১.৪০ টা।
#আসরিক-৫৮