আকাশছোঁয়া রোডম্যাপ
এঁকে কিংবা দেখে
নিত্য যারা তুলছো ঢেঁকুর
নিয়েছো কি খোঁজ?
কেমন তরে আছে বেঁচে
পড়শীর ঘরের মেকুর!

অযাচিত শব্দগুলো
বাজছে কি কানে কানে?
নাকি মুখরিত চারিদিক
জোয়ার তোলা গানে!
দ্যাখো চেয়ে মুগ্ধতা সব
হচ্ছে ম্লান আর্ত শ্লোগানে!

খিল দেয়া সব দুয়ার খুলে
একটু যদি ভাবে
শ্লোগান যদি যায় ছুঁয়ে মন
সবাই ছুটে যাবে
সুপ্ত জাতি উঠলে জেগে
পথ কি খুঁজে পাবে?

০১ নভেম্বর ২০২৩ || সকাল ১১.১০টা।