মানুষের স্বপ্নের নীড়টা ছোটো
তাতে কী?
আকাশ তো বিশাল!

জগতের আয়নায় মুখ লুকায়ে
ঘরের আয়নায় উলটো পথে
খুঁজে কত কী!

পথের পথিক হওয়া সহজ
চলার পথে অনেক গরজ
রঙিন ধরার মাঝে!

বহতা জীবন সাঙ্গ হবে
সকাল, দুপুর কিংবা সাঁঝে
হৃদয় মাঝে তবুও কেন
বেঁচে থাকার বীণটা বাজে।

স্বপ্ন দেখে হাওয়ায় উড়ে
বিশালতা আকাশ জুড়ে
থমকে দাঁড়ায় হঠাৎ করে
মায়ার বাঁধন ছিঁড়ে পড়ে।

যেমন করে আকাশ হতে খসে পড়ে উল্কাপিণ্ড!

০১ জুলাই ২০২২ || রাত ৮.৪৫ টা।