আকাশেতে কোটি তারা, একটা থাকে চাঁদ,
রাতের বেলায় চন্দ্রালোক মন হারানো ফাঁদ
আকাশ পানে চেয়ে থাকি!

সবসময় তো চাঁদের আলো, হয় না উজ্জ্বল,
ক্ষীণ চাঁদের আলোতেও হই যে প্রাণোচ্ছল!
রূপকথার কত ছবি আঁকি!

রঙ-বেরঙের আলোকচ্ছ্বটা চাঁদে ম্রিয়মান,
পূর্ণিমার চাঁদের আলোয় জুড়ায় মন-প্রাণ!
জোছনালোক দেয় না ফাঁকি!

০৭ সেপ্টেম্বর ২০২০ || দুপুর ২.৪৫ টা।