খরস্রোতা নদী যেমন, জীবনও তেমন বহমান;
শত বাধা ডিঙিয়ে জীবন, করে সদা তা প্রমাণ।
ঝড়-ঝঞ্ঝা যা-ই আসুক, জীবন সামনে ধাবমান;
প্রবহমান পানির মতোই, জীবন শুধুই চলমান।
সময় আর স্রোতের ন্যায়, জীবন চলে বিরামহীন;
জীবনের চাকা বন্ধ হলে, বাকি সবই হয় মলিন।
জীবন যুদ্ধে জিততে হলে, প্রয়োজন কত সংগ্রাম;
হাত গুটিয়ে থাকলে বসে, পিছিয়ে পড়ে অবিরাম।
জীবন চলার পথটা কিন্তু সদা কুসুমাস্তীর্ণ নয়;
কত কাঁটার আঘাত সয়ে, যুদ্ধ জয় করতে হয়!
জীবনের গতি থমকে গেলে, নিশ্চিত পরাজয়;
আশার প্রদীপ গেলে নিভে, লক্ষ্যর্জনে সংশয়।
জীবনের জন্য জীবন-চাকা, রাখতে হয় সচল;
সংকীর্ণতায় আগলে ধরলে, জীবন হয় অচল।
জীবন নিয়ে করলে খেলা, থাকবে তবে ঝুঁকি;
সতর্কে পথ না মাড়ালে, জীবনও দেয় ফাঁকি।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
১৩ জুলাই ২০২০; সকাল ৬.১৫ টা।