সবাই তৃপ্তির ঢেঁকুর তোলে- বসন্ত পার হয় বলে,
আমিও এতকাল তাই বলতাম,
এখন আর তেমনটা মনে হয় না।
আচ্ছা! বলুন তো-
জীবদ্দশায় আমরা কি শুধুই বসন্ত পাড়ি দেই?
গ্রীষ্মের তাপদাহে ঝলসে যাওয়া -
আবার ঘনঘোর বর্ষায় কাকভেজা হওয়া -
কিংবা, শরতের আকাশে পেঁজা-তুলারূপী মেঘমালার মতো স্বাধীনভাবে ডানা ঝাপটানো-
এসবের কোনটাই কি আসে না আমাদের জীবনপটে?
হেমন্তের নবান্ন উৎসবের আমেজে রাঙা সময় -
কিংবা, কুয়াশাচ্ছন্ন শীতে জবুথবু হয়ে ওঁম খোঁজার মতো বিভোর মুহূর্তগুলো -
জীবনের খেরোখাতা জুড়ে কোনোটাই তো ফেলনা নয়!
তবু্ও কেন বয়সসীমার একেকটা ধাপ পেরিয়ে কেউ কেউ শুধুই বসন্তের ঢেঁকুর তোলে?
বলুন তো, ওদের আজীবন বসন্তোৎসবের মন্ত্রটা কী?
বড়লেখা || ২০ ডিসেম্বর ২০২১ || সকাল ১১.৩০ টা।