ঘরে থাকলে জীবিকার শঙ্কা, বাইরে জীবনের;
কোনটা নিয়ে ভাবছেন আগে, অপেক্ষা উত্তরের।

তর্ক-বির্তক চলছে ভালো, চলছে সমালোচনা ;
বিদগ্ধজনের দৃষ্টিতে তাই , নানা পর্যালোচনা।

জীবন-জীবিকার সমন্বয় করা, বড়োই কঠিন কাজ;
এই নিয়ে কোনো রকম দ্বন্দ্ব, কাম্য নয় তো আজ!

ডিম আগে না মুরগি আগে, এ বিতর্ক পুরাতন!
জীবন, জীবিকার কোনটা আগে, এ তর্ক নতুন!

প্রথমে জীবন তারপর জীবিকা, গুণীজনরা কয়;
জীবনের ঝুঁকি নিয়ে তাই, জীবিকার সন্ধান নয়!

জীবনের তরে জীবিকা, জীবিকাই জীবন নয়;
সুস্থ হাতে ধরলে হাল, অর্থনীতি সচল হয়।

কেউ বলে বাঁচলে জীবন, মিলবে জীবিকা পরে;
আমিও বলি টিকাতে জীবন, থাকুন সবাই ঘরে। 

বুঝি, জীবিকার টানে দীর্ঘদিন, ঘরে থাকা দায়;
তাই বলে কি বের হবেন, জীবনও যদি যায়?

বড়লেখা || ১১ মে ২০২০ || রাত ৯.১০ টা।