(১)
ঝরে না বৃষ্টি
শ্রাবণের আকাশ
অপূর্ব সৃষ্টি!

(২)
পেঁজা তুলোর
মেঘমালা উড়ছে
আড়ালে নীল!

(৩)
শ্রাবণী মেঘ
বাড়ায় যে আবেগ
রূপ বাহারি!

(৪)
মেঘের ভেলা
বৃষ্টিতে হেলাফেলা
স্নিগ্ধ আকাশ!

(৫)
না হলে বৃষ্টি
চলে যে হাহাকার
শ্রাবণ কালে!

২৮ জুলাই ২০২২ || রাত ১০.০০ টা।