আবেগ দিয়ে চালিওনা, সদায় বিবেক-গাড়ী,
কোয়ারেন্টাইন মেনে তুমি, থাকো তোমার বাড়ি।

চৌদ্দ মাস বা চৌদ্দ বছর কাটিয়েছো বিদেশে,
চৌদ্দটা দিন কাটিয়ে একা, থাকো দেশের পাশে!

বিদেশ ফেরত বা তার সংস্পর্শে যাওয়া সাথী;
দেশের স্বার্থে কোয়ারেন্টাইনে কেন আপত্তি?

হোম কোয়ারেন্টাইন মেনে তুমি থেকো নিরাপদ,
যত্রতত্র ঘুরে ফিরে ছড়িওনা কোভিড-১৯ আপদ!

বছরের পর বছর তুমি বিদেশে করেছ কষ্ট,
চৌদ্দটা দিন আলাদা থাকলে কেউ হবেনা রুষ্ট।

সঙ্গী-স্বজন কিংবা সন্তানের কল্যাণ যদি চাও,
বিদেশ ফেরত হলেই কিন্তু কোয়ারেন্টাইনে যাও।

চৌদ্দটা দিন নয়তো বেশি, কেটে যাবে সময়;
হোম কোয়ারেন্টাইন মানতে যেন, ঘটে না ব্যতয়।


বড়লেখা || ২৫ মার্চ ২০২০।