তেলবাজি কমবে নাকি, বাড়লে তেলের দাম!
ধুঁকে ধুঁকে মরবে মানুষ, জ্বলবে তাদের চাম।
বাড়ছে মূল্য নিত্যপণ্যের, কমছে জীবন মান,
মূল্যস্ফীতির কষাঘাতে ওষ্ঠাগত সবার প্রাণ।
ফাঁপরবাজী, গলাবাজি চলবে আরও কত?
দিনে দিনে বাড়ছে শুধু, দেহের ভিতর ক্ষত!
এই ক্ষতটা সারাবে যে দেখি না তেমন কেউ,
যদিওবা অনেকেই শুধু ডাকে যে ঘেউঘেউ!
মনের ক্ষত বাড়ছে শুধু বাড়ছে পচন জ্বালা,
বুকের ভিতর হলেও দহন মুখে সবার তালা।

তেলিগুল || ১২ আগস্ট ২০২২ || ভোর ৫.৪০ টা।