হাকালুকি হাওর
পানিতে চাওর!
মৎস্য অভয়াশ্রম,
দৃশ্য নয়নাভিরাম।
বিশাল জলরাশি,
ডিঙি-নৌকায় ভাসি;
গুল্ম-লতা বৃক্ষরাজী,
অপরূপ সাজি!
হংস-মিথুন জলে,
সারাদিন খেলে ;
মৎস্যকূল চলে,
জলরাশির তলে।
রৌদ্রজ্জ্বল ঝিকমিক,
বালুচর চিকমিক ;
মেঘমালার ডাকাডাকি,
জেলেদের হাঁকাহাঁকি।
স্বর্ণালি গোধূলীতে,
রূপোজ্জ্বল জোৎস্নাতে;
নিমন্ত্রণ হাওরেতে,
রূপ-সূধা মাখতে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
০৯ সেপ্টেম্বর ২০১৮; সন্ধ্যা ৭.৩০ টা।