কান নিয়েছে চিলে শুনে, দৌড়াও কেন ভাই?
গুজব নাকি সত্যি কথা, আগে করো যাচাই।
আজান দেয়া ভালো কথা, লবণ-চাও খাবে তাই!
গুজব রটিয়ে, রোগ ঠেকানোর এটা কোন উপায়?
থানকুনি আর তুলশী পাতা, ইতোমধ্যেই শেষ!
গুজব ছড়ানো দুষ্ট লোকে, ভরা এ কোন দেশ?
কালোজিরার গুণকীর্তন হচ্ছে আবার ভাইরাল,
মুনাফাখোর দাম বাড়াবে, খাঁটি কিংবা ভেজাল!
আজব দেশের, সরল মানুষ, মাথা খাটাও ভাই;
গুজবের পিছনে না দৌড়ে তাই ঘরে থাকা চাই।
নামাজ পড়, রোজা রাখো, পড় দোয়া-দরুদ;
আল্লাহতায়ালা রাজি হলে, নিভে যাবে বারুদ।
রোগ দিয়েছেন মহান আল্লাহ, তিনি দিবেন শেফা;
ঘরে থেকেই শিষ্টাচার মেনে, রুখো গুজব ক্ষেপা!
সত্য-মিথ্যা যাচাই করে, ধৈর্য্য ধরতে হবে ভাই ;
ঈমানী শক্তি করে খাঁটি , গুজব ঠেকানো চাই।
গুজব রটিয়ে, ফেৎনা বাড়িয়ে, বলো কী হয় লাভ?
পাপের খাতাই হয় যে ভারী, কুৎসা রটিয়ে সয়লাব!
গুজব ছড়িয়ে ঠেকানো যাবে কি বলতো মহামারী?
সবাই মিলে সর্বাগ্রে গুজব ঠেকানোটাই দরকারী।
____________ [মোহাম্মদ দীদার হোসেন ]
২৭ মার্চ ২০২০।
[প্রকাশিতব্য #করোনাকাব্য থেকে ]
🔕🔕🔕🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔕🔕🔕
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
২৭ মার্চ ২০২০; বিকাল ৩.৪৫ টা।