মানুষের জীবনটা যদি একটা গোলাপ হয়-
তবে প্রতিটা পাপড়ি একটা সময়কাল নির্দেশ করে।

ক্ষণকাল পার হওয়া মানে-
একেকটা পাপড়ি ঝরে পড়া।
কলি থেকে দিনে দিনে প্রস্ফুটিত হয় পূর্ণাঙ্গ গোলাপ,
যেমনটা-
ভ্রুণ থেকে ক্রমান্বয়ে পূর্ণ অবয়ব আসে মানুষের।

লাল, নীল, সাদা, কালো, হলুদ, গোলাপি কত বর্ণ!
অথচ সব বর্ণের গোলাপের ঘ্রাণ কিন্তু একই।

অন্যদিকে,
মানুষের বর্ণ মাত্র দু'টো!
আর ঘ্রাণ শুধু বর্ণে বিভক্ত নয়, জনে জনে আলাদা!
অথচ, কবি বলে গেছেন, "কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা।"

তবে মানুষ কি পারে না?
স্বীয় স্বার্থের বিসর্জন দিয়ে-
বর্ণবাদের উর্ধ্বে উঠে-
শুধু গোলাপের মতো সুগন্ধি ছড়াতে!

বড়লেখা || ২১ ডিসেম্বর ২০২১ || সন্ধ্যা ৭.১০ টা।