শৈশবে পড়ার টেবিলে,
ঘুমিয়ে পড়তাম যখন;
বাবা তখন চেঁচিয়ে বলতেন -
পড়িস রে তুই কখন?
কৈশোরে যখন তখন,
ঘুমাতে দেখলে মা;
আদর করে হাত বুলিয়ে,
কপালে দিতেন চুমা।
অলস আমি ঘুমকাতুরে,
ঘুমাই নিশিদিন ;
রেগেমেগে বউ আমার-
বাজায় ক্ষোভের বীণ।
বাচ্চারাও মাঝে মাঝে -
জানায় আপত্তি ;
আমার ঘুমে বুঝি নাকো-
হয় কার কী ক্ষতি?
জগত জুড়ে কত মানুষ,
ঘুমের জন্য কাঁদে;
আমি একটু ঘুমালে ভাই-
সবার কেন বাধে?
একটুখানি সুযোগ পেলে -
ঘুমাই তো ভাই;
ঘুমতো আমার কর্মাঙ্গ,
ভাবি আমি তাই।
বড়লেখা || ১৮ অক্টোবর ২০১৯ || দুপুর ১২.৪৫ টা।