লাইনে দাঁড়িয়ে খুঁজছি যখন দূরের আলো,
হঠাৎ করে বিপরীত ভাবনাটা চলে এলো।
বসে আছি স্টেশনে।
গন্তব্য দূর, বহুদূরের আরেকটা স্টেশন।
একাই যাত্রী, নেই কোনো সহযাত্রী!
নিশ্চিত যাত্রা অথচ অনিশ্চিত টিকেট।
কেউ নেই আশ্বস্ত করার কিংবা হাতটা ধরার!
এখনো আলোকরশ্মিগুলো অদৃশ্য!
বাহনটার আসা নিশ্চিত,
হয়তো এখনই, নয়তো একটু পরে,
কিংবা অনেক দেরিতে।
বাহনটা আসবে এটা নিশ্চিত।
দ্রুত কিংবা দেরিতে ,
দেরি হলেও কতটা দেরি, সেটা অজানা।
তবুও অপেক্ষায় আছি।
যেমনটা অপেক্ষায় ছিল পূর্বসূরিরা,
কিংবা অপেক্ষায় থাকবে উত্তরসূরীরা।
________________________
০৪ আগস্ট ২০২১; রাত ৯.০০ টা