আবারও শুরু হলো একুশে গ্রন্থমেলা,
বইয়ের পাতায় কাটবে পাঠকের বেলা,
গ্রন্থমেলা প্রাণের।

সবার চোখে উৎফুল্লতা বইয়ের ঘ্রাণে,
নতুন বইগুলো জোয়ার তুলবে প্রাণে,
গ্রন্থমেলা টানের!

রম্য হতে সাধারণ কতো রকমফের,
পাঠক খুঁজে নিবে ভালো বই ঢের।
গ্রন্থমেলা জ্ঞানের!
______________________
১২ মার্চ ২০২১; রাত ১.২০ টা।