ময়লার ভাগাড়ের পাশে একটা শবদেহ,
তাকে ঘিরেই চলছে শ' শ' সমগোত্রীয়ের আর্তনাদ!
কিছুক্ষণ আগেই বিদ্যুৎস্পৃষ্টে ঘটেছে তার অকালমৃত্যু।
প্রকৃতির ঝাড়ুদার, মৃত্যুর পূর্বেও খাদ্যন্বেষণে ব্যস্ত ছিলো।
আকষ্মিক মৃত্যুতে হতবিহ্বল সঙ্গীদের গগনবিদারী রোদনে জড়ো হয় সব পাড়া-প্রতিবেশি।
তারপর -
কেউ কেউ কাছে ভীড়ে-
মৃত কাকটিকে উল্টে পাল্টে, পরম আদরে জাগিয়ে তোলার চেষ্টা করে।
ব্যর্থ হলেও চতুর প্রাণীগুলো কাছে ভীড়েছে!
অন্যদিকে,
মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে রক্তাক্ত আরেকটি দেহ-
চোখের সামনেই ধীরে ধীরে নিথর হয়ে যায় -
এগোয় না কেউই!
কারণ, সে আশরাফুল মখলুকাতের হিংস্রতার শিকার।
শবদেহটার অন্তিমদশায়ও বুকফাটা রোনাজারি দেখে উল্লাসে মেতেছে ওরা!
মানবিক হয়ে উঠতে পারেনি কেউই!
হয়তো -
সজ্ঞানে কিংবা অজ্ঞানে নতুবা ভয়ে।
এখানেই তফাত ঝাড়ুদার কাক ও বর্বর মানুষের!
_____________
০৮এপ্রিল ২০২১;
ভোর ৬.৩০ টা।