এমনই দুঃসময়ে দাঁড়িয়ে আছি-
যেন কেউ মরলেই কেউ বাঁচি!
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট্ট ভুবনে;
প্রাণহীন হাসি বিষাক্ত পবনে!
অজানা শঙ্কায় কাটে নিশিদিন,
কখন সাঙ্গ হবে জীবনের বীণ!
আকাশলীনায় চেয়ে থাকি,
সময় কী আর আছে বাকি?
মনে মনে হিসাব কষি,
যেন শূন্যোদ্যানে বসি!
বুক-পাঁজরের চাপা পাথর,
করে আমায় কষ্টে কাতর।
দখল ছাড়লে ভুবনবাসি,
কেউ মরলেই কেউ বাঁচি!
________________________